শহরের ব্যস্ততা থেকে দূরে একদিনে ছুটি কাটাতে গন্তব্য হোক এই ঠিকানা 

0
45

খাস ডেস্ক: নতুন বছর শুরু হতেই মনটা একটু ঘুরু ঘুরু হয়ে উঠেছে। কিন্তু হাতে বেশি ছুটি নেই। তবে মনের ইচ্ছে পূরণ করতে সপ্তাহান্তে একদিনের ছুটিতে কাটিয়ে আসুন। শহরের ব্যস্ততা ভুলে গন্তব্য হোক এই ঠিকানা।

আরও পড়ুন: অতিক্রম ৩ হাজার কিমির বেশি পথ, আজ উত্তরপ্রদেশ প্রবেশ করছে কংগ্রেসের ভারত জোড় যাত্রা

- Advertisement -

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ‘উস্তি’ (Usti) একদিনের শর্ট ট্রিপের (Short Trip) জন্য সেরা ঠিকানা। শান্ত নিরিবিলি পরিবেশ, কংক্রিটের শহরের পরিবেশের আঁচ এখানে পৌঁছাতে পারেনি। তেমন একটা জনবহুল নয়। তবে বিগত কিছু সময়ে পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে এখানে। পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে রিসর্ট (Ressort)।  পিকনিক করতে চাইলে আগে থেকে যোগাযোগ করলে ভালো বন্দোবস্ত থাকবে। এছাড়াও, অ্যাডভেঞ্চারের জন্য রয়েছে বোটিং, রক ক্লাইম্বিং (Rock Climbing)।

নদীর শান্ত জলের ধারায় মন ভোলাতে ডায়মন্ড হারবারের কেল্লার মাঠে চলে যেতে পারেন। হুগলী নদীর মনোরম রূপ দেখেই কাটিয়ে দিতে পারবেন গোটা দিন। পাশাপাশি, কম খরচেই রয়েছে থাকা-খাওয়ার ব্যবস্থা।

আরও পড়ুন: ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র সহ পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম করল BSF